এস এম হুমায়ুন, বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের কচুয়ায় গলায় ফাঁস লাগিয়ে ১ জন আত্মহত্যা করেছে।১৩ ফেব্রুয়ারী আনুমানিক বেলা ১.৪৫ হতে ৩.৩০ মিনিটের মধ্যে কোন এক সময় অরুণ দাস (৫৫) তার নিজ বসত বাড়ির পুর্ব পাশের গাব গাছে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
নিহত অরুণ দাস বাঁধাল ইউনিয়নের রঘুদত্ত কাঠি গ্রামের মৃত দুলাল চন্দ্র দাসের ছেলে। এ বিষয়ে জানাযায়,নিহত অরুণ দাস দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছিলেন।১০ থেকে ১২ দিন পুর্বে তিনি ভারত থেকে চিকিৎসা নিয়ে দেশে ফেরেন।তার কোন সারিরিক কোন পরিবর্তন না হওয়ায় হতাশয় ভুগছিলেন।ফলে আত্মহত্যা করবে বলে বিভিন্ন সময়ে নিকটজনের কাছে বলতেন।
ঘটনার দিন পাশের বাড়িতে একটা বিয়ের অনুষ্ঠানে বাড়ীর সবাই খেতে গেলে সকলের অজান্তে ভিকটিম গাব গাছের সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। ভিকটিমের স্ত্রী বাসন্তী রাণী দাস দাওয়াত খেয়ে তার জন্য খাবার নিয়ে এসে তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ীর পুর্ব পাশের গাব গাছে ঝুলে থাকতে দেখে ডাক চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে এসে রশি কেটে মৃত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে। কচুয়া থানা পুলিশের কাছ থেকে জানাযায়,এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রকৃয়াধীন রয়েছে। কচুয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।