কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম সদরের ভোগডাঙ্গা ইউনিয়নের মোল্লাপাড়া, মধ্যকুমরপুর গ্রাম হতে মোছা: সহিদা বেগম নামের এক বিধবা মহিলা গত দুই মাস থেকে নিখোঁজ। তার বয়স (৪৫) বছর।
তার পিতার নাম সোলেমান মিয়া। মাতার নাম জামিলা বেওয়া। তার গায়ের রং শ্যামলা, মুখমন্ডল গোলাকার ও উচ্চতা ৫ ফুট । হারিয়ে যাওয়ার সময় তার পরনে ছিল জামা- পায়জামা। তার পারিবারিক সূত্রে জানা যায়, মোছা: সহিদা বেগম গত ২ মাস আগে মোল্লাপাড়া, মধ্যকুমরপুর তার নিজ বাসা হতে বের হয়ে আর বাসায় ফিরে আসেনি। মানবিক সমস্যা থাকায় সে পড়নে কাপড়- চোপড় রাখতে চায়না।
সাহিদা বেগম বাসায় ফিরে না আসায় সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করে তার পরিবার। কোন সহৃদয় ব্যক্তি ছবিতে প্রদর্শিত মহিলার সন্ধান পেলে তার পরিবারের মোবাইল (০১৭৪৪৪৫৭৬৭৮/ ০১৮২৩৭১৭২৭৫)নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন। ( সাইফুর রহমান শামীম, মোবাইল ০১৭১৮০৭০৩৮৮)