মাসুম বিল্লাহ, বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার শেরপুরে এসবিএসি ব্যাংক পিএলসি’র শেরপুর উপশাখার উদ্বোধন করা হয়েছে। ১৫ ফেব্রুয়ারী বৃহস্পতিবার বাসট্যান্ড উপশাখা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসবিএসি ব্যাংক পিএলসি এর পরিচালক মাহবুবার রহমান।
এসবিএস এসি ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হাবিবর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব জানে আলম খোকা, শেরপুর পৌর আওয়ামীলীগের সভাপতি বিশিষ্ট শিল্পপতি সরোয়ার রহমান মিন্টু, শেরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব দবিবর রহমান, শেরপুর পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুন্ডু।
আরো উপস্থিত ছিলেন শেরপুর পৌর বিএনপির সাধারন সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েল, এসবিএসি ব্যাংক পিএলসি বগুড়া জেলা শাখার এভিপি ও এইচওবি আব্দুর রাজ্জাক, ব্যাংকার্স কাবের সাধারন সম্পাদক শাহিনুর ইসলাম, শেরপুর উপশাখার শাখা ব্যবস্থাপক তানজিদ আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ফকিরসহ শেরপুরের বিভিন্ন ব্যবসায়ী, ব্যাংকের গ্রাহক ও কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে ব্যাংকের পক্ষ থেকে গ্রাহকদের সর্ব্বোচ্চ সেবা প্রদানে গুরুত্বের কথা জানানো হয়।