অপরাধ

কাশিমপুরে গজারি বনে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার।

মোঃ সোলায়মান হোসাইন সোহান কাশিমপুর থানা প্রতিনিধিঃ গাজীপুরের কাশিমপুরে গজারি বনের ভিতর থেকে অজ্ঞাতনামা এক যুবকের আগুনে পোড়া মরদেহ উদ্ধার করেছে কাশিমপুর থানা পুলিশ। শনিবার (০২ আগস্ট) বিকেল ৩:৩০ ঘটিকায় মহানগরীর কাশিমপুরের ৩নং ওয়ার্ডের গোবিন্দবাড়ী উত্তরপাড়া এলাকায় গজারি বনের ভিতর থেকে অজ্ঞাতনামা ৩০ বছর বয়সের ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার (০২ আগস্ট) বিকেলে কিছু লোকজন কাজ শেষে বাড়ি ফেরার পথে গোবিন্দবাড়ী এলাকায় গজারি বনের ভিতর দিয়ে যাওয়ার সময় তারা এক যুবকের মরদেহ দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে থানা পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। অজ্ঞাত ওই যুবকের সারা শরীর আগুনে পোড়া ছিল বলে এলাকাবাসী জানিয়েছেন। তবে এলাকাবাসী তাকে চিনেনা বলেও জানান। এ বিষয়ে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের উপরে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

0 Shares

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *