মুফতি ওবায়দুল্লাহর মালয়েশিয়া সফর: প্রবাসীদের দাওয়াতে নতুন গতি, রোহিঙ্গা মুসলমানদের জন্য বিশেষ বার্তা


মালয়েশিয়া, ৩ আগস্ট ২০২৫: মুহ ওসমান গনি চৌধুরী : বিশেষ প্রতিনিধি : কক্সবাজার প্রবাসী বাংলাদেশিদের আমন্ত্রণে ইসলামি চিন্তাবিদ ও আলোচক মুফতি ওবায়দুল্লাহ বর্তমানে মালয়েশিয়া সফরে রয়েছেন। এই সফরে তিনি দাওয়াত ও তাবলীগ, প্রবাসীদের ইসলামী শিক্ষা এবং সমাজ উন্নয়নমূলক নানা উদ্যোগে অংশ নিচ্ছেন। মালয়েশিয়ার কুয়ালালামপুর, সেলাঙ্গর, কাজাংসহ বিভিন্ন এলাকায় আয়োজিত ধর্মীয় সভা-সেমিনারে তিনি ইসলামের সৌন্দর্য, ঐক্য, আত্মশুদ্ধি এবং দ্বীনি দায়িত্ববোধের বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দিচ্ছেন। এসব আয়োজনে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি ও রোহিঙ্গা মুসলমান অংশ নিচ্ছেন। এক বক্তব্যে মুফতি ওবায়দুল্লাহ প্রবাসী রোহিঙ্গা মুসলমানদের উদ্দেশে বলেন, “বিদেশের মাটিতে আমাদের দ্বীন রক্ষা করার পাশাপাশি সংশ্লিষ্ট দেশের আইন-কানুন, নিয়ম-নীতি মেনে চলা প্রত্যেক মুসলমানের দায়িত্ব।” তিনি প্রবাসীদের মাঝে ইসলামের শান্তিপূর্ণ বার্তা ছড়িয়ে দিতে আহ্বান জানান এবং প্রজন্মের মাঝে ইসলামী আদর্শ ছড়িয়ে দিতে সম্মিলিতভাবে কাজ করার তাগিদ দেন। মুফতি ওবায়দুল্লাহর এই সফর প্রবাসী সমাজে উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করেছে। দাওয়াতি কাজে সম্পৃক্ত হতে কিংবা তার সঙ্গে যোগাযোগ করতে আগ্রহীরা তার বাংলাদেশি নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন: