এস এম মাসুদ রানা,বিরামপুর,দিনাজপুর প্রতিনিধিঃ
“শেখ রাসেল নির্মলতার প্রতীক, দুরন্ত প্রাণবন্ত নির্ভীক” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় দিনাজপুরের বিরামপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে ‘শেখ রাসেল দিবস’ উপলক্ষ্যে আলোচনা সভা, চিত্রাংকন প্রতিযোগিতা,পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনু্ষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ চত্তরে দিবসটি উপলক্ষ্যে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন, র্যালী, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কেক কাটাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।
উপজেলা নিবার্হী অফিসার পরিমল কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রধান অতিথি দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সম্পর্কিত স্থায়ী কমিটির অন্যতম সদস্য শিবলী সাদিক (এমপি)। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু, পৌর মেয়র অধ্যক্ষ আকাকস আলী, উপজেলা ভাইস চেয়ারদ্বয় উম্মে কুলসুম বান, মেসবাউল ইসলাম মন্ডল, সিনিয়র সহকারী পুলিশ সুপার (বিরামপুর-নবাবগঞ্জ) সার্কেল একেএম ওহিদুন্নবী, থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত, বিরামপুর সরকারি কলেজের অধ্যক্ষ (ভারঃ) অদ্বৈত্য কুমার অপু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শ্যামল কুমার রায়,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নিকছন চন্দ্র পাল প্রমুখ।
এসময় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ,
বিভিন্ন স্কুল-কলেজের প্রধানগণ, শিক্ষক, শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় সাংবাদিকবৃন্দ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।