মোঃ সাইফুল ইসলাম আকাশ,নিজস্ব প্রতিবেদকঃ ভোলায় ভোলা জেলা প্রশাসনের আয়োজনে শেখ রাসেল দিবস ২০২২ পালিত হয়েছে।
মঙ্গলবার ১৮ অক্টোবর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এঁর ৫৯ তম জন্মদিনে দিবসটি ‘শেখ রাসেল দিবস’ নামে ‘ক’ শ্রেণির দিবস হিসেবে সারাদেশের ন্যায় ভোলা জেলাতেও ভোলা জেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে।
দিবসটি উদযাপন উপলক্ষ্যে সকাল ৯টায় ভোলা জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে তৈরি অস্থায়ী বেদিতে শেখ রাসেল এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন ভোলা জেলা প্রশাসক মোঃ তৌফিক-ই-লাহী চৌধুরী।
পুষ্পস্তবক অর্পণ শেষে শেখ রাসেল এঁর আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
মোনাজাত শেষে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সমন্বয়ে একটি বিশাল বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
র্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ‘শেখ রাসেল দিবস ২০২২’ উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পাশাপাশি দিবসটি উপলক্ষ্যে কেন্দ্রীয়ভাবে আয়োজিত অনুষ্ঠানটি বড়পর্দায় সরাসরি উপভোগ করা হয়।
সন্ধ্যা ৬.৩০ ঘটিকায় জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে দিবসটি উপলক্ষ্যে আয়োজিত চিত্রাঙ্কন, রচনা ও প্রেজেন্টেশন প্রস্তুত প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে এবং জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শেখ রাসেল ডিজিটাল ল্যাব নির্বাচিতদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল ফরহাদ সরদার,ভোলা সদর উপজেলা নিবার্হী কর্মকতা তৌহিদুল ইসলাম,ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকতা শাহীন ফকির প্রমুখ।
সর্ম্পকিত খবর সমূহ.
January 2, 2025
January 2, 2025