মোঃ সাইফুল ইসলাম আকাশ,নিজস্ব প্রতিবেদকঃ
ভোলার বোরহানউদ্দিনে পুস্পমাল্য অর্পণ,বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার মধ্যে দিয়ে শেখ রাসেল দিবস ২০২২ পালিত হয়েছে।
বোরহানউদ্দিন উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা আয়োজনে দিবসটি পালিত হয়।
মঙ্গলবার (১৮ অক্টোবর) সকাল ৯ টায় বোরহানউদ্দিন উপজেলা পরিষদ চত্বরের সামনে রক্ষিত শেখ রাসেলের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুন্নী ইসলাম,বোরহানউদ্দিন থানার পরিদর্শক (ওসি তদন্ত) আব্দুল্লাহ আল মামুন সহ বিভিন্ন সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানের প্রধানগণ।
এরপর উপজেলা চত্বরের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে একই স্থানে এসে শেষ হয়। র্যালিতে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
র্যালী শেষে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তার মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বোরহানউদ্দিন উপজেলা যুব উন্নয়ন কর্মকতা মিজানুর রহমান,উপজেলা কৃষি কর্মকতা এইচ.এম শামীম,বোরহানউদ্দিন থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন,উপজেলা নির্বাচন কর্মকতা শহীদুল ইসলাম,উপজেলা শিক্ষা কর্মকতা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,পৌর কাউন্সিলর,ইউপি চেয়ারম্যান বৃন্দ।