রফিকুল ইসলাম সুজন,রাণীশংকৈল,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা প্রশাসনের আয়োজনে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে এদিন সকাল ১০ টায় উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহারিয়ার আজম মুন্না।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য দেন, সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য সেলিনা জাহান লিটা,মহিলা ভাইসচেয়ারম্যান শেফালি বেগম, রানীশংকৈল প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল ইসলাম, বীর মুক্তি যোদ্ধা হবিবর রহমান , সমাজসেবা কর্মকর্তা আঃ রহিম,শিক্ষা কর্মকর্তা রাহিম উদ্দিন, মহিলা আওয়ামী লীগ সম্পাদিকা ফরিদা ইয়াসমিন (প্রমুখ) ।
এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ,সহ সম্পাদক রফিকুল ইসলাম সুজন ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী ,জনপ্রতিনিধি, রাজনৈতিক – সামাজিক ব্যক্তিবর্গ, শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সহকারী কমিশনার (ভূমি )ইন্দ্রজিৎ সাহা ।